3.06 AVERAGE


This is the first gothic I’ve read and honestly I loved it. It’s so appealing and shows a side of romance but offers a complex array of family problems. It’s kind of like a gothic Romeo and Juliet but only one person dies in the end

The Castle of Otranto is believed by many to be the first true Gothic novel. Written in 1764, but set some 200 years before that, it relates the dastardly goings in the titular Italian castle, ruled by the bull-headed prince Manfred and his family.

It opens with the wedding of the Manfred’s son, Conrad, to the beautiful Isabella – a union encouraged by Manfred as he wishes to bind his own family to that of a rival claimant to his throne. But before the not-so-happy couple gets a chance to say “I do”, a giant helmet falls from the sky and clobbers poor Conrad stone dead (yes, a helmet – you’ll have to just go with it). Much wailing, fainting and gnashing of teeth ensues.

What follows is a convoluted story of moustache-twirlingly despicable deeds, supernatural messages from God, stabbings, secret passages, attempted maiden-deflowering and an awful lot of swooning. Throw in a talking skeleton and, of course, the giant helmet that appears as if by magic from the heavens, and you’re left with a tale that’s utterly mad and laughable but strangely compelling. Old Horace certainly knew how to keep his audience breathless with excitement and, provided you can get past the ridiculously flowery language and the more bizarre plot points, you’re sure to be enthralled.

I love old books like this, and love to imagine the thrill and shock people at the time might have felt when reading something which, to us, is wildly OTT and unbelievable. The Castle of Otranto reminded me a lot of that other Gothic staple – The Mysteries of Udolpho – only this cut out all the boring bits.
dark emotional funny informative reflective sad tense fast-paced
Plot or Character Driven: A mix
Strong character development: Yes
Loveable characters: Complicated
Diverse cast of characters: No
Flaws of characters a main focus: Yes
challenging dark mysterious

Just okay, parts of it were really interesting and the opening was very strong but I found the rest just dragged.

সময়টা ১৭৬৪ ছিল বলেই হয়তবা এমন গল্পের অবতারণা হয়েছিল। সে সময় হিসেবে হোরাস ওয়ালপুল যে অসাধারণ গল্প লিখেছেন।

গল্পের শেষটা বাংলা চলচিত্রের মতই কেন হতে হবে! :p
ছবিটির শ্রেষ্ঠাংশেঃ লর্ড মানফ্রেড, রানী হিপোলিতা, তাদের সন্তান কনরাড ও মাতিলদা, ইসাবেলা, যাজক জেরাম, কৃষক থিওডোর।
প্বার্শ চরিত্রে আছেঃ মাতিলদা-ইসাবেলা-হিপোলিতার পরিচারক বিয়াঙ্কা, কিছু নাইট (যোদ্ধা) এবং গির্জার আরো কিছু যাজক। :p

রাজ্য চালাচ্ছে ক্ষমতার বলে আরেকজন, আসল জমিদারের বংশধর নাকি কৃষক বা গির্জার যাজক। লর্ড মানফ্রেড সুখের জন্য রানী হিপোলিতা সব বিসর্জন দিতে রাজি। ছেলের হবু বউ ইসাবেলাকে মনে ধরে দুষ্টু লর্ড মানফ্রেডের, ছেলের মৃত্যুর পরে নিজেই বিয়ে করতে চায় ইসাবেলাকে। ইসাবেলাকে নিয়ে পাট বা সরিষা ক্ষেতে দর্শন শাস্ত্র চর্চা করার ইচ্ছা থাকলেও লর্ড মানফ্রেড পারেন নি কৃষক থিওডোরের জন্য। ইসাবেলা যখন বাঁচাও বাঁচাও বলে দৌড়াচ্ছিল পালাবার জন্য তখনই আবির্ভাব হয় কৃষক থিওডোরের।

দুষ্টু মানফ্রেডের হাত বাঁচতে পেরে ইসাবেলা মনে মনে প্রতিজ্ঞা করে মন দেই দেহ দেই এই কৃষক থিওডোর কেই দিবো। দিবাস্বপ্নে বিভোর ইসাবেলার স্বপ্ন ছ্যাড়া ব্যাড়া করার জন্য ছবির পরিচালক হোরাস ওয়ালপুল মাতিলদাকে হাজির করেন এলাচি হিসেবে। দর্শকদের পরকীয়া প্রেমের স্বাদ দেয়ার জন্যেই পরিচালক ইচ্ছাকৃত ভাবে এই কাজ করেছে বলে আমার বিশ্বাস। এই পরকীয়া প্রেমে সাহায্য করার জন্যে প্বার্শ চরিত্রে বিয়াঙ্কার আবির্ভাব ঘটছে।

দেখা যাচ্ছে হাজার বছর ধরে উপন্যাসের মন্তুর মতই আমাদের কৃষক থিওডোর। পার্থক্য হচ্ছে মন্তু নদীতে নৌকা বাইত আর থিওডোর ইসাবেলা বা মাতিলদার বুকে। :p
কাছের মানুষ ইসাবেলা দূরে রেখে মাতিলদার সাথে বলদা গার্ডেনে ঘুরতে দেখা যায় থিওডোর কে।

ঐ দিকে লর্ড মানফ্রেড এর মনে তখনো ইসাবেলা ধুরপাক খায়। শিল্পী আব্দুল জব্বারের গানের একটি লাইন বার বার গাইতে দেখা যায় লর্ড মানফ্রেড কে "আমার এত সাধের মন বধূয়া হায়রে কি জানি কি করে"। মানফ্রেড বুঝতে পারে নাই গ্রাইম্মা থিওডোর মাতিলদার সাথে বলদা গার্ডেনে ঘুরে। দুঃক্ষে কষ্টে লম্পট মানফ্রেড ঠিক করে ইসাবেলা খুন করবে। গোপন সংবাদের ভিত্তিতে মানফ্রেড খোঁজ পায় চাঁদনী রাতে চাষা থিওডোর ইসবেলাকে নিয়ে আম বাগানে ঘুরতেছে (হুম্ম হুম্ম)। অতঃপর মানফ্রেড অপারেশনে যায় নিজের তলোয়ার নিয়ে, চিন্তা ভাবনা না করেই থিওডোরের পাশে থাকা ইসাবেলার বুকে পকাত পকাত করে তলোয়ার চালিয়ে দেয় দুষ্টু মানফ্রেড। পরক্ষনেই নিজের ভুল বুঝতে পারে মানফ্রেড, যে তলোয়ার চালিয়েছে মাতিলদার বুকে। (হৃদয় বিদারক দৃশ্য)

পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দুষ্টু মানফ্রেড বাকি জীবন গির্জার আশ্রমে কাটিয়ে দিবে বলে চিন্তা করে।

ছবিটির শেষাংশে উন্মোচিত হয়, থিওডোর হচ্ছে আসল জমিদারের বংশধর। এবং বাংলা চলচিত্রের মতই থিওডোরের (হ্লা লুইচ্চা) সাথে বিয়ে হয় ইসাবেলার। -_-

~সমাপ্তি~

"দ্য ক্যাসেল অফ অটরান্টো" কে যদি বাংলা চলচিত্রে রূপান্তর করা যেতে তাহলে উপরে যা লিখেছি তাই হলো। বিলিভ মি। :3
dark mysterious tense medium-paced
challenging dark mysterious reflective tense medium-paced
Plot or Character Driven: Plot
Strong character development: Yes
Loveable characters: Yes
Diverse cast of characters: No
Flaws of characters a main focus: Yes

Borrrrinngggggggg. I only gave it 2 stars for being the genesis of the gothic novel. Characters— dull (especially the women, highlighting Wadpole’s misogyny// uses his female characters as vessels for his boring male characters that center around this novel). Dialogue—boring. Plot—had potential but delivered terribly. This book failed in sooo many ways
adventurous dark emotional mysterious tense fast-paced