A review by sharika
তিক্ত অবকাশ by Qazi Anwar Hussain

4.0

আহা! আমার মাসুদ রানা, বাল্যকালের ভালোবাসা! 

জীবন ফুরিয়ে যাবে, কিন্তু তিন গোয়েন্দা আর মাসুদ রানার প্রতি আমার ভালোবাসার যোগান কখনো ফুরাবে না৷ প্রতি বারই বুকশেলফ ঝাড়া-মোছা করতে গিয়ে আগে পড়া সব বই নতুন করে পড়তে ইচ্ছে করে - আজ 'তিক্ত অবকাশ' বেশিই টানছিলো৷ 

একটানা পড়ে ফেললাম। আগের বারের মতোই সেই একই দমবন্ধ করা অনুভূতি। মনে হলো নতুন করে পড়লাম। মাসুদ রানার জগতের সাথে অজান্তেই একাত্ম হয়ে গিয়েছিলাম, ঘোরের মধ্যে কাটিয়ে এলাম যেন। এখন ইচ্ছে করছে প্রথম থেকে সব ভলিউমগুলো আবার পড়া শুরু করি।