A review by oushneek
দ্য টুয়েন্টিয়েথ ওয়াইফ by Indu Sundaresan

5.0

এটা আমার পড়া সেরা অনুবাদ বই। আমি এই পর্যন্ত যতগুলো অনুবাদ পড়েছি তার প্রায় সবগুলোই পড়ে মনে হয়েছে আক্ষরিক অনুবাদ। এটা একমাত্র বই যেটা পড়ে আমার একবারের জন্যও মনে হয় নি যে এটা অন্য কোন ভাষা থেকে অনুবাদ করা। এই বইটা ভাল লাগার পিছনে শুধুমাত্র লেখিকা না অনুবাদকের ভুমিকাও অনেক বেশি মাত্রায় ছিল বলতে হবে।

গল্পের কাহিনি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। যেহেতু বইটি ইতিহাসের উপর ভিত্তি করে লিখা, মূল কাহিনি নিয়ে আলাদা ভাবে কিছু বলার থাকে না। তবে বইয়ের শুরুতে লিখা ছিল যে, গল্পের প্রয়োজনে কিছু কাল্পনিক ঘটনা বা বিষয়বস্তু নিয়ে আসা হয়েছে- সে ক্ষেত্রে বলতে হবে লেখিকা অসাধারন প্রতিভা দেখিয়েছেন। কারণ পুরো গল্পের কোথাও কোন অসামঞ্জস্য চোখে পড়ে নি বরং মনে হয়েছে তৎকালীন মোঘল সাম্রাজ্যের একটা অংশকে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন।

বইটা পড়ার সময় আমার সত্যিকার অর্থে মনে হয়েছে আমি ওই সময়টাতে চলে গিয়েছি। এর কৃতিত্ব লেখিকা এবং অনুবাদক ২ জনের ই প্রাপ্য।