A review by __offsetpaper__
কালো বরফ by Mahmudul Haque

emotional medium-paced
  • Plot- or character-driven? Character
  • Strong character development? Yes
  • Loveable characters? No
  • Diverse cast of characters? No
  • Flaws of characters a main focus? No

3.5

আবদুল খালেক ইদানীং ডায়েরি লেখা শুরু করেছেন। বউয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, দুটো টাকা রোজগারের কোনো চিন্তা নেই– শুধু ডায়েরিতে হাবিজাবি লিখে যাওয়া৷ আপনার-আমার কাছে সেগুলো হিজিবিজি মনে হলেও, আবদুল খালেকের কাছে এগুলো তার রঙিন শৈশবের ছবি। পুঁটি, ডালপুরিবুড়ো, শণপাপড়িওলা, কুলপিমালাইওলা, চিনেবাদামওলা, বুড়ো ঝাউগাছ, পানুর ভুলভাল ইংরেজি বলা, শীতের সকালে কুলগাছতলায় বসে দুধ-মুড়ি থিন এরারুট বিস্কুট খাওয়া, দিদিমণিকে ফুল দেওয়া– কী ছিল না সেই ছবিতে? 

কিন্তু হারিয়ে যাওয়া ছোটবেলা কি আর ফিরে পাওয়া যায়? 

"এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়। জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা...”
.
.
প্রথম দেখায় প্রচ্ছদে আহামরি তেমন কিছু চোখে পড়েনি। কিন্তু পাতা ওল্টানোর পরেই মত পাল্টে গেল। 

বইটা বেশ বিষণ্ণ রকমের সুন্দর, ইংরেজিতে যাকে বলে মেলানকলি। বইয়ের শুরুটা আপনাকে লেখক বা 'পোকা'র ছেলেবেলায় টেনে নিয়ে যায়, আবার শেষ অংশে বড়বেলার শূন্যতায় গ্রাস করে। তবে লেখার ধরনটা বেশ আলগা গোছের। যেন লেখকের পাঠক ধরে রাখার কোনো ইচ্ছে নেই৷ পড়তে ইচ্ছে হলে পড়বে, না পড়লে নেই। 

'কালো বরফ'কে বলা চলে কথকের হারিয়ে যাওয়া ছেলেবেলার গল্প। যেই গল্পের মূল চরিত্র কখনো আবদুল খালেক, কখনো রেখা কিংবা কখনো মনি মামা।  
.
.
কাহিনীর বড় একটা অংশ দেশভাগ নিয়ে থাকলেও, এইটাকে পুরোপুরি দেশভাগের উপন্যাস বলে চালিয়ে দেওয়া যায় না। বরং বলা যায় এইটা শেকড়ের স্মৃতি হাতড়ে বেড়ানোর গল্প। 

বইয়ের প্লট আমার কাছে অসাধারণ মনে না হলেও, মাহমুদুল হকের শব্দের বুনন শৈলী চমৎকার। প্রত্যেকটা লাইনে অসম্ভব সরলতা, স্মৃতিকাতরতা। 

দুইটা সময়কাল ধরে বইয়ের কাহিনী এগোতে থাকে৷ প্রথম ভাগে আমরা দেখি দেশভাগের পূর্ববর্তী সময়ে লেখকের ছেলেবেলার ঘটনা, আর পরের ভাগে দেশভাগের পরবর্তী সময়কার ঘটনা। প্রথম অংশে ঠিক যতটা সারল্য দেখি, পরের ভাগে ঠিক ততটাই সংসার ও সমাজের জটিলতা দেখতে পাই৷ লেখকের লেখায় মুন্সিয়ানা না থাকলে এভাবে বইটা পড়ে শেষ করা যেত না।
.
.
সাধারণ প্লট, সাধারণ চরিত্র, তবুও উপভোগ্য। ফেলে আসা শৈশব যে আর ফিরে পাওয়া যায় না, এই বইটা যেন সেটা আপনাকে চিৎকার করে জানান দিবে। শৈশবের সাথে সাথে আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষদেরও হারিয়ে বসি৷ হয়তো এক সময় শৈশবের একটা বড় অংশ জুড়ে থাকা সেসব মানুষদের আমরা ভুলেও যাই৷ তবুও, মাঝেমধ্যে তাদের স্মৃতিগুলো বহুদূর থেকে আসা প্রতিধ্বনির মতন কানে বাজে। 

কোনো এক ছুটির দিনে দুপুরবেলা লেপের তলায় গুটিসুটি মেরে বইটা পড়ে ফেলতে পারেন। খুব একটা খারাপ লাগবে না। 

রেটিং: ৩.৫/৫