A review by sharika
Finlay Donovan Is Killing It by Elle Cosimano

funny lighthearted mysterious fast-paced
  • Plot- or character-driven? A mix
  • Strong character development? Yes
  • Loveable characters? Yes
  • Diverse cast of characters? Yes
  • Flaws of characters a main focus? Yes

4.0

ফিনলে ডনোভান(দনোভান?!) একজন উঠতি লেখিকা। অতিসম্প্রতি স্বামী স্টিভেনের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। যদিও বা বিয়ের ভাঙন এর পেছনে দায়ী ছিল স্টিভেনের পরকীয়া কিন্তু স্টিভেন প্রতিটি বিষয়ে আজও দোষ খুঁজে বেড়ায় ফিনলের। স্টিভেনকে শায়েস্তা করার মতো অবস্থা আর সুযোগ কোনোটাই পায় নি ফিনলে। ছোট ছোট দু'টি বাচ্চা সামলাতে আর বইয়ের ড্রাফট জমা দেওয়ার ডেডলাইন নিয়ে যুদ্ধ করতেই হিমশিম খাচ্ছে যে। 

হাজারটা সমস্যায় জর্জরিত দিনকালের মধ্যে একদিন অনাকাঙ্ক্ষিতভাবে বিশাল একটা কাণ্ডে জড়িয়ে পড়লো সে। রেস্টুরেন্টে বসে সম্ভাব্য একটি মার্ডার মিস্ট্রি উপন্যাসের প্লট নিয়ে ফিনলে আলোচনা করছিলো তার এজেন্টের সঙ্গে। সে সময়ে পাশের টেবিল থেকে একজন মহিলা আড়ি পাতছিলো ফিনলের কথায়। উপন্যাসের প্লট নিয়ে ফিনলের গম্ভীর আলোচনা শুনে ভুলবশত সে ফিনলেকে ধরে নেয় কন্ট্রাক্ট কিলার হিসাবে। 

ঘটনার পরবর্তী মোড় - ফিনলে অফার পায় ওই মহিলার স্বামীকে খুন করার। সাথে খুনের বিনিময়ে টাকার অংক দেখে চক্ষু চড়কগাছ। প্রতিদিন মেইলবক্সে ক্রমাগত বেড়ে উঠা বিলের পাহাড়, সাথে বাচ্চাদের কাস্টোডি নিয়ে প্রাক্তন স্বামীর সাথে ঝামেলা - সবকিছু সমাধান হয়ে যেতে পারে এই টাকা দিয়ে। কিন্তু ফিনলে তো আসলে কন্ট্রাক্ট কিলার নয়! ভুল বুঝাবুঝি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে গিয়ে আরো গভীর পানিতে তলিয়ে যায় ফিনলে। 

পাঠ-প্রতিক্রিয়াঃ

যদিও বা মনে করতে চাই না(🙄) কিন্তু গতো বছরে পড়া অধিকাংশ বই খুব অসন্তোষজনক ছিল। এই বছর অনেক সময় নিয়ে ঠিক করেছি কি দিয়ে বছরটা শুরু করবো। সৌভাগ্যবশত চয়েস ভালো হয়েছিল।

প্রথমে পিউর থ্রিলার ভেবে পড়তে শুরু করেছিলাম কিন্তু বইয়ের শুরুর দিক থেকে আনএক্সপেকটেড হাস্যরসাত্মক, মজার জায়গাগুলো উষ্ণ একটা অনুভূতি দিয়েছে। রহস্যের জায়গাগুলো যেমন ভাবিয়েছে বেশ, রোমান্টিক পার্টগুলো মন ভালো করে দিয়েছে। লেখার ধরণ চমৎকার সাবলীল। অনায়াসে পাতার পর পাতা পড়ে গিয়েছি, প্রায় এক বসায় বই শেষ। 

শেষের কয়েকটা অধ্যায় অনেক বেশি ভালো লেগেছে। রহস্যের সমাধান যখন হলো, বেশ কিছু জিনিস বড় ধরণের সারপ্রাইজ দিয়েছে। এন্ডিংটা খুব প্লেজ্যান্ট💕 এ বছর ফেব্রুয়ারি মাসেই বইটার সিক্যুয়েল আসছে, সেজন্য আরো জলদি জলদি প্রথম বইটা পড়ে ফেললাম। 

এক বইতে এতোগুলো পছন্দনীয় চরিত্র অনেকদিন পর পেলাম। যারা মিস্ট্রি-থ্রিলার ভালোবাসেন, কিন্তু খুব ডিস্টার্বিং, গোরি কিছু চান না তারা নির্দ্বিধায় পড়ে ফেলতে পারেন।