Take a photo of a barcode or cover
A review by tiash
রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি by Mohammad Nazim Uddin
4.0
[b:রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি|24747127|রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি|Mohammad Nazim Uddin|https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1518282101l/24747127._SY75_.jpg|44375859] Is a deserving god tier Bengali thriller book. Alarmingly creepy, controversial and intriguing. It's a cult classic.
সবে মুখ যদি খোলতে হয় না বলে পারছি না এই বইয়ের আমেজ নষ্ট করার জন্য কতক বই সংক্রান্ত ফেসবুক গ্রুপগুলো দায়ী। সময়ে সময়ে meme র ছলে কতক স্পয়লার দিয়ে দেয়া মানুষগুলো দায়ী। তাই বলে এটা ভাববারও জো নেই এই টুইস্টগুলো দুর্ভেদ্য । একেবারেই না। মগজ ঘাটালে এর তল খোঁজ পাওয়া জটিল কিছু নয়। বইটা ব্যর্থতা ঠিক ওই জায়গাতে৷ বিশেষ কিছু পিভোটাল পয়েন্টে আচড় কাটতে পারেনি, রোমাঞ্চ আর সাসপেন্সের ভাটা পড়েছে স্থানে স্থানে।
বইয়ের প্রথম শখানেক পাতার মতো কেবলই সেটিংস, যদিও ষোল সালে যখন প্রথমবার বইটি পড়ে, গা ছমছমে একটা আবহ তৈরি করেছিল সেটা। আজ একুশে এসে সেই বিষয়টাকে কর্পূর উদ্বায়ী ঠেকল।
বাতিঘরের কাছে সবিনয় নিবেদন প্রুফরিডারের পেছনে কিছু কড়ি খরচা করুন৷ এমন তো না যে আপনারা কুঁড়ে মরছেন, এফোর্ট করতে পারবেন না। তাহলে কেন এই কৃপণতা? আমার ইডিশনটা একদম শুরুর দিকের। এখানে এস আই মনোয়ার, আনোয়ার, জানোয়ারের যেই অভেদ্য জট তৈরি করেছেন তা প্রথমবার পড়ার সময় যতটা পীড়াদায়ক ছিল এবারের মাত্রাটা তার থেকে বেড়েছে বই কমে নি। মুশকান ঠিক আগের মতোনই আছেন, রহস্যের কুহেলিকার আড়ালে ছায়ার মতোন৷ তবে গায়ে কাঁটা দেয়া ভাবটা কোথায় যেন উবে গেল! বইটার প্রতি আমার অনুরাগের ভাটা পড়ল নাকি আমিই বদলে গেলাম দুর্দান্ত একটা গবেষণার বিষয় হতে পারে৷
সর্বোপরি সুখপঠণ থেকে কিঞ্চিত দলছুট হলেম। রেটিং এর সূচক তাই এক ঘর কমে এলো।
সিরিজ এডাপটেশন ও আমার একগুচ্ছ অনুযোগ
ট্রেইলারে মুশকান চরিত্রে বাধনের দুই একটা কথা শোনে আমার মনে হলো চাবি দেয়া খেলনাগুলোও আরেকটু বেশি ইমোশন নিয়ে কথা বলে। মুশকান চরিত্রে যেমনটা আবেদনময়ী ভাব থাকা দরকার, আচরণে রাবেন্দ্রিক সৌকর্য থাকা উচিত সেটার কিছুই তার মাঝে নেই। অবশ্যই সিরিজ না দেখে পুরো মন্তব্য এখনি করছি না।

আতর আলী উইথ লম্বা দাড়ি এন্ড মুন্সি এ্যাটায়ার? বলছি না এটা বাজে, তবে আমি কখনোই আতরকে এভাবে কল্পনা করিনি।

নুরে ছফা ধুম করে নিরুপম চন্দ্র হয়ে গেলেন! হাহ
সবে মুখ যদি খোলতে হয় না বলে পারছি না এই বইয়ের আমেজ নষ্ট করার জন্য কতক বই সংক্রান্ত ফেসবুক গ্রুপগুলো দায়ী। সময়ে সময়ে meme র ছলে কতক স্পয়লার দিয়ে দেয়া মানুষগুলো দায়ী। তাই বলে এটা ভাববারও জো নেই এই টুইস্টগুলো দুর্ভেদ্য । একেবারেই না। মগজ ঘাটালে এর তল খোঁজ পাওয়া জটিল কিছু নয়। বইটা ব্যর্থতা ঠিক ওই জায়গাতে৷ বিশেষ কিছু পিভোটাল পয়েন্টে আচড় কাটতে পারেনি, রোমাঞ্চ আর সাসপেন্সের ভাটা পড়েছে স্থানে স্থানে।
বইয়ের প্রথম শখানেক পাতার মতো কেবলই সেটিংস, যদিও ষোল সালে যখন প্রথমবার বইটি পড়ে, গা ছমছমে একটা আবহ তৈরি করেছিল সেটা। আজ একুশে এসে সেই বিষয়টাকে কর্পূর উদ্বায়ী ঠেকল।
বাতিঘরের কাছে সবিনয় নিবেদন প্রুফরিডারের পেছনে কিছু কড়ি খরচা করুন৷ এমন তো না যে আপনারা কুঁড়ে মরছেন, এফোর্ট করতে পারবেন না। তাহলে কেন এই কৃপণতা? আমার ইডিশনটা একদম শুরুর দিকের। এখানে এস আই মনোয়ার, আনোয়ার, জানোয়ারের যেই অভেদ্য জট তৈরি করেছেন তা প্রথমবার পড়ার সময় যতটা পীড়াদায়ক ছিল এবারের মাত্রাটা তার থেকে বেড়েছে বই কমে নি। মুশকান ঠিক আগের মতোনই আছেন, রহস্যের কুহেলিকার আড়ালে ছায়ার মতোন৷ তবে গায়ে কাঁটা দেয়া ভাবটা কোথায় যেন উবে গেল! বইটার প্রতি আমার অনুরাগের ভাটা পড়ল নাকি আমিই বদলে গেলাম দুর্দান্ত একটা গবেষণার বিষয় হতে পারে৷
সর্বোপরি সুখপঠণ থেকে কিঞ্চিত দলছুট হলেম। রেটিং এর সূচক তাই এক ঘর কমে এলো।
সিরিজ এডাপটেশন ও আমার একগুচ্ছ অনুযোগ
ট্রেইলারে মুশকান চরিত্রে বাধনের দুই একটা কথা শোনে আমার মনে হলো চাবি দেয়া খেলনাগুলোও আরেকটু বেশি ইমোশন নিয়ে কথা বলে। মুশকান চরিত্রে যেমনটা আবেদনময়ী ভাব থাকা দরকার, আচরণে রাবেন্দ্রিক সৌকর্য থাকা উচিত সেটার কিছুই তার মাঝে নেই। অবশ্যই সিরিজ না দেখে পুরো মন্তব্য এখনি করছি না।

আতর আলী উইথ লম্বা দাড়ি এন্ড মুন্সি এ্যাটায়ার? বলছি না এটা বাজে, তবে আমি কখনোই আতরকে এভাবে কল্পনা করিনি।

নুরে ছফা ধুম করে নিরুপম চন্দ্র হয়ে গেলেন! হাহ