Scan barcode
A review by oushneek
পটল বাবু ফিল্মস্টার by Satyajit Ray
5.0
সত্যিকার ছোটগল্পগুলো বোধহয় এমন ই হয়। গল্পের আকার ছোট কিন্তু অর্থ অনেক বড়।
পটলবাবু ফিল্মের কোন গুরুত্বপূর্ণ পার্ট করতে যাচ্ছেন ভেবে যতটা খুশি হয়েছিলেন , গিয়ে যখন জানতে পারলেন তাঁর আসলে তেমন কোন ভূমিকা নেই অনেক বেশি আশাহত হন। কিন্তু পরে নিজের সন্তুষ্টির কথা ভেবেই নিজের সবটুকু ঢেলে দিলেন এইটুকু করতেই। প্রথমে হতাশা নিয়ে শুরু করলেও শেষপর্যন্ত আত্মতুষ্টি নিয়ে শেষ করলেন।
পটলবাবু ফিল্মের কোন গুরুত্বপূর্ণ পার্ট করতে যাচ্ছেন ভেবে যতটা খুশি হয়েছিলেন , গিয়ে যখন জানতে পারলেন তাঁর আসলে তেমন কোন ভূমিকা নেই অনেক বেশি আশাহত হন। কিন্তু পরে নিজের সন্তুষ্টির কথা ভেবেই নিজের সবটুকু ঢেলে দিলেন এইটুকু করতেই। প্রথমে হতাশা নিয়ে শুরু করলেও শেষপর্যন্ত আত্মতুষ্টি নিয়ে শেষ করলেন।