A review by sharika
The Remains of the Day by Kazuo Ishiguro

reflective relaxing slow-paced
  • Plot- or character-driven? Character
  • Strong character development? N/A
  • Loveable characters? Yes
  • Diverse cast of characters? N/A
  • Flaws of characters a main focus? N/A

5.0

কাজুও ইশিগুরোর লেখা আমি কতোটা মনে-প্রাণে ভালোবাসি আর এপ্রিশিয়েট করি, যারা আমার "Never Let Me Go" নিয়ে প্রায় নিয়মিত বকরবকর দেখেছেন ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন। 

তার লেখার ধরণকে কোনো দ্বিধা ছাড়াই সর্বকালের সবচেয়ে ইনফ্লুয়েনশিয়াল রাইটিং স্টাইলের মধ্যে একটা হিসাবে আখ্যা দেয়া যায়। এই বইয়ের জবানিতে রয়েছে একজন পারফেক্ট ইংলিশ বাটলার স্টিভেনস। ডার্লিংটন হলে নিজের পেশাজীবনের প্রায় পুরোটা সময় লর্ড ডার্লিংটনের সেবায় কাটিয়ে দিয়েছে সে। 

স্টিভেনসের কর্মজীবনের ছোটখাটো ঘটনা আর অভিজ্ঞতার মধ্য দিয়ে মানবজীবন নিয়ে বিস্তারিত পরিসরে বহু বিষয় চিত্রায়িত করেছেন ইশিগুরো। বইটা পড়া শেষ করবার পর "শেষ হইয়াও হইলো না শেষ" ধরণের একটা আকাঙ্ক্ষার ভাব মনে রয়ে যায়। মনে হতে থাকে আরো খানিকক্ষণ থাকতে পারতাম স্টিভেনসের সঙ্গে। 

কাজুও ইশিগুরোর লেখা আমার পাঠক-পাঠিকা বন্ধুমহলে "হিট-অর-মিস" ধরণের হতে দেখেছি। তাই সবাইকে তার বই রেকমেন্ড করি না। কাজুও ইশিগুরোর বই আগে পড়েন নি তাদেরকেও রেকমেন্ড করবো না। যারা তার লেখা পড়েছেন, পছন্দ করেছেন তাদেরকে রেকমেন্ড করছি শুধু।