A review by silent_reader_08
খোয়াবনামা by Akhteruzzaman Elias

5.0

"খোয়াবনামা" আখতারুজ্জামান ইলিয়াস এর মহাকাব্যিক উপন্যাস।সাধারন প্রান্তিক মানুষের স্বপ্ন লেখকের কলমে ধরা পড়েছে অসামান্য নিপুনতায়।বইটি পাঠককে এক স্বপ্নের জগতে নিয়ে চলে যায়,কাতলাহার বিলের মানুষগুলো যেন হয়ে যায় নিজের আপনজন।
অনেকে বইটিকে কঠিন বললেও বই এর ভাষাভঙ্গি অত্যন্ত সাবলিল,বিশেষ করে বগুড়ার আঞ্চলিক ভাষার ব্যবহার অনেক ভাল লেগেছে।বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস বললেও অতুক্তি হবে না।