You need to sign in or sign up before continuing.

A review by oushneek
রক্ততৃষ্ণা by Jimee

5.0

দুই হাজার বছর আগের প্রেক্ষাপটের কোন কাহিনী যে চোখের সামনে এতটা জীবন্ত হতে পারে সেটা আমার কল্পনার বাইরে ছিল।
কিছু বলার ভাষা নেই। লিয়ামতিয়াস কে সবাই যতই নিষ্প্রাণ দেখুক সবসময়, তার আত্মার আসল মৃত্যু হয়েছে অনেক পরে, যখন শেষ আশাটাও শেষ হয়ে গেল। আর আলিসা, সব হারিয়েও কোন একদিন সুখে থাকার আশায় হাজার অত্যাচারের মাঝেও বেঁচে ছিল এক না পাওয়া সুখের আশায়। তার ধৈর্যের বাঁধ ও ভেঙে গেল একদিন।
লেখিকা বইয়ের শেষে বলেছেন রোমান সম্রাট নিরোর নিষ্ঠুরতাটাই দেখে লোকে, সাহিত্যানুরাগ দেখে না। পুরো গল্প পড়ার পর নিরোর সাহিত্যানুরাগ না নিষ্ঠুরতাটাই চোখে পরে। যার জন্য এতগুলো জীবন, এতগুলো স্বপ্ন, এতগুলো আশা সব শেষ হয়ে গেল, তার জন্য ঘৃণা আর প্রতিশোধস্পৃহা ছাড়া আর কিছু কাজ করে না।