A review by oushneek
লন্ডনে ফেলুদা by Satyajit Ray

5.0

এক দুর্ঘটনায় কয়েক বছরের স্মৃতি পুরোপুরি হারিয়ে ফেলেন রঞ্জন। ওই সময়কার ঘটনা এক সময় আবছা আবছা ভাবে মনে পড়লে বাবা মাকে জিজ্ঞেস করে জেনে নিতেন৷ এখন চল্লিশ বছর পর পুরনো জিনিস ঘাটতে গিয়ে বেরিয়ে আসে একটা ছবি। ছবিতে নিজেকে চিনতে পারলেও। সাথে দাঁড়ানো ছেলেটাকে কিছুতেই মনে করতে পারছেন না রঞ্জন। বাবা মাও বেঁচে নেই যে জিজ্ঞাসা করতে পারবেন। তাই বাধ্য হয়ে ফেলুদার কাছে আসা। আর সেই ছেলের খোঁজে ফেলুদা লন্ডন যায়।