Scan barcode
A review by oushneek
এমিল ও গোয়েন্দা বাহিনী by Erich Kästner
5.0
এত এত বাঘা গোয়েন্দার ভিড়ে এমিল আর তার কাছাকাছি বয়সের বাচ্চা ছেলেদের গল্প পড়ে মজা লাগল। মায়ের কষ্টে জমানো টাকা হারিয়ে ফেলে সেটা উদ্ধারের জন্য অচেনা শহরে চোরের পিছু নেয়। আর তাকে সাহায্য করতে আসে একেবারে অপরিচিত আরও কতোগুলা ছেলে। যারা নিজেদের পয়সা খরচ করে চোর ধরতে লেগে যায়, যাদের মনে কোন ধরণের খ্যাতি কিংবা নিজেদের টাকা ফেরত পাওয়ার চিন্তা নেই। শুধু চোর ধরার আর চুরি যাওয়া টাকা এমিলকে ফিরিয়ে দেয়ার ইচ্ছা।