A review by kazi_nabil
Bloodline by James Rollins

5.0

Guild এর সাথে সিগমা ফোর্সের টক্কর বারবার লাগছিল,কিন্তু কখনই পরিষ্কার করে লেখক কিছু বলেননি। Doomsday Key থেকে আস্তে আস্তে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছিল,Devil Colony এর শেষে বোঝা যাচ্ছিল চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।
Bloodline এর পটভূমিই ছিল Guild এর সাথে সিগমা ফোর্সের মুখোমুখি লড়াই,বইটা লড়াই ফুটিয়ে তুলতে পুরোপুরি সার্থক। Tucker Wayne আর Kane কে Tracker ছোটগল্প দিয়ে পরিচয় করিয়ে দেবার পর এখানে দারুণভাবে সিগমার মূল কাঠামোতে নিয়ে এসেছেন রলিন্স।Kat Bryant আর Lisa Cummings কে অনেকদিন পর অ্যাকশনে দেখাটাও তৃপ্তিদায়ক ছিল।
Gray Pierce আর Seichan কে নিয়ে কিছু বলার নেই,they are both awesome.

বইটা শেষ করে তৃপ্তি পেয়েছি,এই অনুভূতিটা ইন্টারেস্টিং। লেখক একটা রহস্য জট পাকিয়েছেন অনেক দিন ধরে,ক্লাইম্যাক্সের চূড়ান্ত পর্যায়ে এসে তিনি কাহিনী সমাপ্ত করে পাঠক হিসেবে আমার খিদে মিটিয়েছেন।

James Rollins,you rock!