Take a photo of a barcode or cover
A review by meowreads_94
Raiders from the North by Alex Rutherford
4.0
সত্য ঘটনা নিয়ে হিস্টরিকাল ফিকশন পড়বার ঝামেলা হলো কতটুকু সত্য আর কতটুকু কল্পনা, তা কুলায় ঝাড়ার মতো করে পদে পদে যাচাই বাছাই করতে হয়। নাহলে বহু বিপদ, কারণ অল্প বিদ্যা ভয়ংকর। এই বইখান বহুত ভাল, এত ভাল যে আমি সিরিজের বাকিগুলো এই বছরই পড়তে চাই। কিন্তু এটা পড়তে গিয়ে মোগল বাবুদের নিয়ে আমার আগের জানাশোনার কলসের সাথে একটু ধাক্কা লাগছে আর কি, তাই ক্ষণে ক্ষণে গুগল আর অন্য বইপত্র ঘাটতে হচ্ছে। কিন্তু জিনিস খাসা!