Take a photo of a barcode or cover
shimin_mushsharat 's review for:
বানিয়ালুলু
by Shibabrata Barman, শিবব্রত বর্মন
প্রচ্ছদটা এতো সুন্দর! বইমেলায় বাতিঘরের স্টলে গিয়েই চোখ আটকে গিয়েছিল। ডিজাইন আর রঙের ব্যবহার খুব ভালো করেছেন প্রচ্ছদশিল্পী।
বইয়ের নামটাও মাথায় ঢুকে যায়। 'বানিয়ালুলু' - বলতেই মজা লাগে। দু-তিন বার বলতে ইচ্ছে করে।
এবার আসি মূল বিষয়ে। লেখনী খুব ভালো। সহজে পড়ার মতো। গল্পগুলোও ছোট ছোট। মনোযোগ ধরে রাখে।
গল্পের বিষয়বস্তু বিচিত্র। মানচিত্রে নেই এমন দেশ, স্বপ্ন আর বাস্তবতার মাঝের দুরত্ব ও নৈকট্য, মহাজগতে ভিন্ন প্রাণ থাকার সম্ভাবনা, জেনেটিক্স, মোর্স কোড।
সময়ের থিম নিয়ে লেখক কয়েক জায়গায় এনেছেন - প্রতিবারই খুব মজা পেয়েছি। অনলাইনে তথ্য সংরক্ষণ আর সব তথ্য বিলুপ্ত হয়ে যাওয়ার আশংকা নিয়ে লেখাটা সাংঘাতিক।
একটা ব্যাপারে খুব মনমেজাজ খারাপ হয়েছে। কয়েকটা গল্পের শেষ নাই। ওপেন এন্ডিং নাহয় মেনে নিতে পারি, তাই বলে গল্পের মাঝখানে গিয়ে দেখব নতুন গল্পের নাম - এটা কেমন কথা!?
আর দু-একটা গল্প তো শুরুই হয় নাই! মাত্র এক্সপোজিশন পড়লাম আর দেখি গল্প শেষ! কিন্তু আমি তো আরো জানতে চাই! এই আইডিয়াগুলো এক্সপ্যান্ড করে আড়াইশো পাতার উপন্যাস লিখলে খুশি হয়েই পড়ব।
বইয়ের নামটাও মাথায় ঢুকে যায়। 'বানিয়ালুলু' - বলতেই মজা লাগে। দু-তিন বার বলতে ইচ্ছে করে।
এবার আসি মূল বিষয়ে। লেখনী খুব ভালো। সহজে পড়ার মতো। গল্পগুলোও ছোট ছোট। মনোযোগ ধরে রাখে।
গল্পের বিষয়বস্তু বিচিত্র। মানচিত্রে নেই এমন দেশ, স্বপ্ন আর বাস্তবতার মাঝের দুরত্ব ও নৈকট্য, মহাজগতে ভিন্ন প্রাণ থাকার সম্ভাবনা, জেনেটিক্স, মোর্স কোড।
সময়ের থিম নিয়ে লেখক কয়েক জায়গায় এনেছেন - প্রতিবারই খুব মজা পেয়েছি। অনলাইনে তথ্য সংরক্ষণ আর সব তথ্য বিলুপ্ত হয়ে যাওয়ার আশংকা নিয়ে লেখাটা সাংঘাতিক।
একটা ব্যাপারে খুব মনমেজাজ খারাপ হয়েছে। কয়েকটা গল্পের শেষ নাই। ওপেন এন্ডিং নাহয় মেনে নিতে পারি, তাই বলে গল্পের মাঝখানে গিয়ে দেখব নতুন গল্পের নাম - এটা কেমন কথা!?
আর দু-একটা গল্প তো শুরুই হয় নাই! মাত্র এক্সপোজিশন পড়লাম আর দেখি গল্প শেষ! কিন্তু আমি তো আরো জানতে চাই! এই আইডিয়াগুলো এক্সপ্যান্ড করে আড়াইশো পাতার উপন্যাস লিখলে খুশি হয়েই পড়ব।