A review by sharika
I'm Thinking of Ending Things by Iain Reid

dark tense medium-paced
  • Plot- or character-driven? Character
  • Strong character development? N/A
  • Loveable characters? N/A
  • Diverse cast of characters? N/A
  • Flaws of characters a main focus? N/A

4.0

জেইক তার প্রেমিকাকে নিয়ে চলেছে বাবা-মায়ের ফার্মহাউসে, তাদের সাথে নিজের প্রেমিকাকে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্যে। দু'জনের সম্পর্কের খুব বেশিদিন হয় নি, এখনো একজন আরেকজনকে পুরোপুরি চিনেও উঠতে পারে নি। 

গল্পটি বর্ণিত হয়েছে প্রেমিকার জবানি থেকে। সে সবকিছু নিয়ে দ্বিধাগ্রস্ত, সম্পর্কে নতুন মোড়টি নিয়েও। এখনো সে জানে না হুট করে জেইকের বাবা-মায়ের সঙ্গে আসলেও সে পরিচিত হতে চায় কি না। এবং তার চেয়েও গভীর আর নেতিবাচক একটি চিন্তা সে বেশকিছু সময় ধরে মনের ভেতর পুষে রেখে ঘুরছে। 

পাঠ-প্রতিক্রিয়াঃ

বইয়ের শুরুর দিকটা তেমন টানতে পারে নি আমাকে। জেইকের প্রেমিকার চেয়ে আমিই বেশি কনফিউশনে পড়ে গেছিলাম যে হচ্ছেটা কি এখানে! লেখার ধরণ একটু খাপছাড়া লেগেছে প্রায় অর্ধেক পর্যন্ত। কিন্তু আস্তে আস্তে মজে গিয়েছি এরপর। হঠাৎ করে আনএক্সপেকটেডলি একটা হরর নভেল ভাইব চলে এসেছে সেটাও উপভোগ করেছি। আর শেষটা পড়ে গায়ে কাঁটা দিয়ে গিয়েছে, এরকম কিছু যে হতে যাচ্ছে তা ভুলেও ভাবি নি। দারুণ ছিল এন্ডিংটা!