A review by sharika
Her Every Fear by Peter Swanson

mysterious medium-paced
  • Plot- or character-driven? Character
  • Strong character development? No
  • Loveable characters? No
  • Diverse cast of characters? No
  • Flaws of characters a main focus? It's complicated

1.0

কেট প্রিডি severe anxiety-তে ভুগছে সেই অল্পবয়স থেকেই। খুব সামান্য বিষয়ে প্যানিকড হয়ে পড়ে সে, স্বাভাবিক বলতে কিছু তার জীবনে নেই। দুর্ভাগ্যবশত যেসব মানুষের সাথে তার পরিচয়, মেলামেশা হয় কোনোটাই ভালো ফলাফল বয়ে আনে না। কারো সাথে তার গভীর সংযোগ নেই। তাই যখন সে সুযোগ পায় ছয় মাসের জন্য লন্ডনের পরিচিত জীবন ছেড়ে বস্টনে চলে যাবার - সেটা হাতছাড়া করে না। কাজিন করবিন ডেল-এর সাথে ছ'মাসের জন্য এপার্টমেন্ট বদলাবদলি করে সে। কিন্তু বস্টনে পৌঁছেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয় কেট। আর পরবর্তী কিছুদিন রীতিমতো দুঃস্বপ্ন হয়ে আসে তার জন্য। 

পাঠ-প্রতিক্রিয়াঃ

শুধু হতাশ বললে কম বলা হবে, বইটা পড়ে আমি চরম পরিমাণে হতাশ হয়েছি। আমার পাঠিকাজীবনে এখন অব্দি যতোদূর মনে পড়ে পিটার সোয়ানসনই একমাত্র লেখক যার এক বই ফাইভ স্টার আরেক বই ওয়ান স্টার রেটিং দিলাম। 

প্রথমত তো"দ্য কাইন্ড ওয়ার্থ কিলিং" পড়ে তার লেখার ব্যাপারে আমার মনে উচ্চ ধারণা পোষণ করতাম। কিন্তু সেটার মান এই বইতে কিছুই রাখতে পারেন নি। অসম্ভব রকমের bland লেখার স্টাইল এতে। তিনজন চরিত্রের পারস্পেক্টিভে গল্প বলা হয়েছে, তিনটিতেই প্রচুর ঘটনা ওভারল্যাপড হয়েছে এবং একই ঘটনা মূলত তিনবার লেখা হয়েছ্র যার মধ্যে প্রায় কোনো নতুন ইনফরমেশনই ছিলো না। অর্থাৎ বইটার কাহিনী তিনভাগের একভাগ দৈর্ঘ্যেই শেষ করা যেতো। 

অর্ধেক যাবার পর নিজেই বুঝতে পারছিলাম না আমি কেন এই জিনিস পড়তেই আছি। অত্যন্ত বিরক্তিকর ছিলো। দ্বিতীয় বিষয় হচ্ছে একটি চরিত্রও নেই যাকে পছন্দ করা যায়, সাথে সবারই একটা ডিস্ট্যান্ট ফিল ছিলো। মনে হলো অন্য কারো মুখে দুর্বলভাবে সাজানো একটা উদ্ভট ধরণের গল্প শুনে উঠলাম। নট রেকমেন্ডেড।