A review by oushneek
বৃহচ্চঞ্চু by Satyajit Ray, Arka Paitandi

5.0

সত্যজিৎ রায়ের ছোটগল্প বেশিরভাগ ই আগে পড়া হয়নি। তারপরেও তিনি আমার প্রিয় লেখক। এখন যত ছোট গল্প পড়ছি লেখকের প্রতি শ্রদ্ধা তত বেড়ে যাচ্ছে।
গল্পের নাম দেখে প্রথমে ভাবলাম পাখি নিয়ে গল্প। তারপর কয়েক মিনিটের মধ্যে মনে হল চক্রপর্ণ বোধ হয় প্রফেসর শঙ্কুর মিরাকিউরলের মত কিছু দিতে যাচ্ছে। তারপর আবার দেখলাম গল্প চলে গেল বৃহচ্চঞ্চুর দখলে। শেষে ভেবেলছিলাম তুলসীবাবু হয়তো পাখিটাকে নিজের কাছে নিয়ে আসবেন । হত্যা কখনোই করবেন না। সেখানেও তুলসীবাবু অন্য এক সমাধানে গেলেন। সবার সমস্যাই সমাধান হল।
কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় মনে। সুন্দর এক কাল্পনিক ডিম থেকে লেখক বের করে এনেছেন এমন এক পাখি যার অস্তিত্ব হয়তো কোন এক সময় ছিল পৃথিবীতে। কিন্তু এখন এই জঙ্গলের মধ্যে এই পাখির ডিম কোথা থেকে এসেছিল? এরপরেই বা এর ভবিষ্যৎ কি? এর মানে কি আরও আছে? নাকি কোনভাবে একটি ডিম রয়ে গিয়েছিল লক্ষ লক্ষ বছর?
কল্পনার সঙ্গে এক ফোঁটা বাস্তব মিলিয়ে গল্পটা যে পর্যায়ে গেল , সেরকম গল্প লেখার ক্ষমতা আগেও বেশি মানুষের ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে কিনা জানা নেই।