A review by oushneek
ক্লাস ফ্রেণ্ড by Satyajit Ray

5.0

সত্যজিৎ রায় কিছু নির্মম বাস্তবতা অনেক সহজে দেখিয়ে দিয়েছেন। স্কুলে থাকতে অনেক ভাবতাম অনেক বুন্ধুত্ব আছে কোনদিন ভুলার নয়। এখন জানি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবতাটা এই গল্পের মত। অনেক গভীর বন্ধুত্ব থাকলেও যোগাযোগের অভাবে হয়তো এক সময় মনে হতে পারে আর কোন টান নেই। কিন্তু কোন এক জায়গায় ঠিক ই সেই বন্ধুত্বের বাঁধনে ঠিক ই আটকে থাকতে হয়; আর সেই বন্ধনে বোধহয় এক রকম শান্তিও আছে।