A review by meowreads_94
Dracula the Undead by Freda Warrington

1.0

প্রথমে বয়সের লেহাজ রেখে ভাবলাম একটা গুরুগম্ভীর রিভিউ লিখি। মনের ভাবটা মার্জিত ভাবে, গুছানো শব্দে তুলে রাখি খন। কিন্তু পড়ে ভাবলাম রিভিউ আমার পড়া বইয়ের মতোই হালকা হোক।

এ আমি কি পড়িলাম, কেন পড়িলাম।

ড্রাকুলা পড়বার স্মৃতি আমার ভয়াবহ কারণ তাকে পাঠিকা হবার আগে আমার চাচা ফুপু তাদের মুখের বলা গল্পে ভয়ানক করে তুলে ধরেছিলেন। ব্রাম স্ট্রকার মশায় ও তাই। এবং আমি তা নিয়ে খুশি ছিলাম। এই যে আমাদের স্বপ্নের নায়ক এডওয়ার্ড কে চিকিমিকি চিকিমিকি করে যা হয়রানি করা হলো, ফ্রেডা ওয়ারিংটনের ড্রাকুলা পড়লে তার জন্য লজ্জা পেতে হবে। ড্রাকুলার মুখে মিনা হারকারের জন্য প্রেম নিবেদনের বাক্য শুনে ভ্রু কুঁচকানোর সাথে সাথে আমার মন কুঁচকে যায়, মুখ বেঁকে যায় যাকে আধুনিক ইংরেজি-বাংলাতে বলি - 'ক্রিঞ্জ খাওয়া'।

ড্রাকুলার সাথে সাথে আরেক ভিলেন এসেছে বেহেরিত। ও মা গো মা! গাঁয়ে মানে না, উনি আপনি মোড়ল। বইয়ের দুতিনটা অধ্যায়ে উঁকিঝুঁকি দিয়ে সুপারভিলেন হতে চায়। আমি এই রোমান্টিক ড্রাকুলা, ক্রিঞ্জি স্বামী জোনাথন, দুই দুইটি ড্রাকুলার প্রেমে পাগল নারী নিয়ে ফাঁদা বই জোর করে পড়ে শেষ করেছি তার কারণ আমার বইয়ের ব্যাপারে ওসিডি আছে। একবার একটা বইয়ের এক লাইন পড়া শুরু করলে, শেষ দেখে ছাড়ি। আপনারা পড়েননা! সময় নষ্ট।