A review by uroybd
On Intelligence: How a New Understanding of the Brain Will Lead to the Creation of Truly Intelligent Machines by Sandra Blakeslee, Jeff Hawkins

5.0

জেফ্ হকিনসের সাধ ছিল বুদ্ধিমান যন্ত্র বানাবেন। বিহেভেরিয়রিজমের নিরিখে পাওয়া হাল আমলের বুদ্ধিমান যন্ত্র না, সত্যিকারের বুদ্ধিমান যন্ত্র যা তথ্য শুধু ব্যবহার না, বুঝতে সক্ষম। কিন্তু বুদ্ধিমান যন্ত্র বানাতে হলে বুদ্ধি কী তা তো আগে বোঝা দরকার। সেই জন্য তিনি নিউরোসায়েন্সের দ্বারস্থ হয়েছিলেন।

ফলাফল: অন ইনটেলিজেন্স।

মানুষের বুদ্ধির (এবং ভাষার) বিকাশ সম্পর্কিত জনপ্রিয় ন্যারেটিভটি কগনিটিভ রেভলিউশনের ([a:Yuval Noah Harari|395812|Yuval Noah Harari|https://images.gr-assets.com/authors/1546235045p2/395812.jpg]-র কগনিটিভি রেভলিউশন, সোশ্যাল মুভমেন্ট না।) ওপর দাঁড়ানো। পৃথিবীর প্রাণীজগতের সামগ্রিক বিবর্তনের ল্যান্ডস্কেপে এই ন্যারেটিভটি প্রায় মাটি থেকে মানুষ তৈরীর মতই খাপ ছাড়া। সম্প্রতি বুদ্ধিমত্তা ও ভাষার বিকাশের বিবর্তনীয় ব্যাখ্যাগুলো পরিচিতি পাচ্ছে। [b:The Truth about Language: What It Is and Where It Came From|31226016|The Truth about Language What It Is and Where It Came From|Michael C. Corballis|https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1486848173l/31226016._SY75_.jpg|51882729] বইতে [a:Michael C. Corballis|42689|Michael C. Corballis|https://s.gr-assets.com/assets/nophoto/user/m_50x66-82093808bca726cb3249a493fbd3bd0f.png] এমনই বিবর্তনীয় যুক্তির অবতারণা করেছেন। আর, এই বইতে পেলাম মানুষের মস্তিষ্ক ও বুদ্ধিমত্তার এমন একটি ব্যাখ্যা যা বিবর্তনবাদের সাথে সাংঘর্ষিক না।

বইটি সুপাঠ্য। নিঃসন্দেহে থট প্রোভোকিং। যা যা চিন্তা এবং সংগ্রহ করে কোহেরেন্ট ন্যারেটিভের রূপ দিয়েছেন, তার অধিকাংশই একাডেমিয়ায় ছড়ানো-ছিটানো আছে। আমাদের মত আমজনতার জন্য তার সবটা সহজলভ্য না। এই দিকটা চিন্তা করলে আসলে প্রচণ্ড দরকারি ছিল বইটি।