A review by sharika
কৃষ্ণকান্তের উইল by Bankim Chandra Chattopadhyay

2.0

বইটা কিনে ফেলে রেখেছি বছর দু'য়ের বেশি হয়। কেন যেন পড়া হয়ে উঠছিলো না। দু-তিনদিন যাবত বেশ করে বাংলা উপন্যাস পড়া হচ্ছে এবং ছোটবোন ভালো রিভিউ দেয়ায় ভাবলাম এ ফাঁকে পড়ে ফেলি। 

নাম 'কৃষ্ণকান্তের উইল' হওয়াতে স্বাভাবিকভাবেই ভেবেছিলাম বইয়ের প্রধান ঘটনা উইলকে ঘিরেই ঘুরবে এবং বাকি সবকিছু ততোটা মনোযোগ পাবে না৷ কিন্তু গোবিন্দ আর রোহিনির প্রেমের ঘটনা - তথা গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্কই এখানে প্রধান গল্প৷ বলতে কোনো দ্বিধা নেই - দু'জনকেই তুলে আছাড় দিতে মন চাইছিলো এবং অন্যদিকে ভ্রমরের অন্ধ বোকা পতিভক্তিও বিরক্তির উদ্রেক করেছে।

পুরানো কালের উপন্যাসে এসব বিষয় নতুন কিছু নয় - বরং প্রায়শই খুব 'স্বাভাবিক' বিষয়বস্তু হিসাবে দেখানো হতো। কিন্তু ব্যক্তিগতভাবে এগুলোর প্রতি ভালো লাগা দূর হয়ে গিয়েছে আরো বছর কয়েক আগেই। মোদ্দা কথা - ভালো লাগলো না মোটেও।