A review by survibingbybooks
খোয়াবনামা by Akhteruzzaman Elias

4.0

তমিজের বাপ যে মুগ্ধদৃষ্টিতে চেরাগ আলির দিকে চায়া থাকে, মন চায় ইলিয়াসরে দিকে অমনে চায়া চায়া দেহি

এই পাঠকজীবনে কিছু প্রিয় লেখক আছে।এদের মধ্যে এক সময় শরতের লেখা সবচেয়ে ভালো লাগতো।এক সময় শীর্ষেন্দুর সাথে পরিচয় হলো। তখন শরতের চেয়ে শীর্ষেন্দুর লেখা বেশি ভালো লাগে। তারপর শীর্ষ থেকে শীর্ষেন্দুকে নামিয়ে দিল তারাশঙ্কর।

ইলিয়াসের লেখা পড়ার পর আমি নিশ্চিত পছন্দের তালিকার শীর্ষে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল।আমার তো বিশ্বাস করতে ইচ্ছা হয় এই জাদুকরী লেখা চেরাগ আলির শোলোকের মতোই পাওয়া।একজন মানুষের পক্ষে কি এই রচনা সম্ভব!!!