A review by pantho
The Ugly Asian by Syed Waliullah

2.0

নামটা পড়ে চমকে উঠেছিলুম। যাব্বাবা! লেখক কি শেষ জীবনে সামাজিক উপন্যাস ছেড়ে রন্ধনপ্রণালীর উপর বই লেখা শুরু করেছিলেন নাকি? তারপর চোখে পড়লো নামের নীচে একটা সাবটাইটেল আছে 'এক এশীয়র ফ্রান্স অভিযান'। এইটুক দেখার পর মনে হলো তাহলে নিশ্চয়ই এইটা লেখকের ভ্রমণকাহিনী হবে। ফ্রান্সে দীর্ঘদিন ছিলেন, ভ্রমণকাহিনী লেখা তো তাঁর মৌলিক অধিকার। আর ভ্রমণের স্থানটা যখন বিশ্বের রসনার রাজধানী ফ্রান্স তখন তো নাম রসনা সংক্রান্তই হতে হয়। খুব ভালো, খুব ভালো; লেখকের সৃজনশীলতার প্রশংসা করতেই হয়!

যাহোক, এইসব ভাবতে ভাবতে বইটা খুলে কয়েক পৃষ্ঠা পড়ার পর আগের সব ধারণা ভেঙে গেল। নাহ, এই বই লেখকের ভ্রমণকাহিনী নয়, রান্নার বই তো নয়ই। তাহলে কী নিয়ে কাহিনী? এক কথায় বললে এইটা একটা স্যাটায়ার। ঔপনিবেশিক চিন্তাধারা থেকে ইউরোপিয়দের নাক উঁচু স্বভাব আর এশীয়দের নিজেদেরকে হীন ভাবার স্বভাবকে লেখক ব্যঙ্গ করতে চেয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে পুরা বই পড়ে এরচেয়ে বেশী কিছু বোঝা আমার পক্ষে সম্ভব হলো না। মূল ইংরেজি লেখায় হয়ত লেখক রসসমৃদ্ধ করেই লিখেছিলেন কিন্তু অনুবাদে রস ঝরে পড়ে রীতিমতো 'বেরস' একটা রচনায় পরিণত হয়েছে। পড়ে আরও একবার উপলব্ধি করলাম কিছু লেখা আসলেই অনুবাদের জন্য না।