Take a photo of a barcode or cover
dainaphile 's review for:
The Giving Tree
by Shel Silverstein
কিছুদিন আগে এক বন্ধু বেশ আক্ষেপ নিয়ে এশিয়ান প্যারেন্টিং কালচার নিয়ে ফেবুতে একটা স্ট্যাটাস দিয়েছিল।
"সন্তান কে বড় করে তুলতে নিজের সব কিছু কখনওই এমনভাবে বিলিয়ে দেয়া উচিৎ না, যেন শেষ বয়সে সন্তান অনেক উপরে উঠে গেলে সেখান থেকে বাবা মা কে ছোট্ট বিন্দুর মত দেখে!"
নিজের সবটা বিলিয়ে দেয়া প্যারেন্টসদের শেষ বয়সের পরিণতি নির্মম একাকীত্ব। অনেক সময় মধ্যবিত্ত বাবা-মায়েরা সন্তানকে বড় করতে গিয়ে আর অন্যায় সাধ-আহলাদ মেটাতে গিয়ে নিজের সাধ্যকেও অতিক্রম করে যায়! এতে করে কজন সন্তান নিপাট ভালো মানুষ হয়ে বড় হলো সেটা একটা ট্র্যাজেডি।
[b: The Giving Tree|370493|The Giving Tree|Shel Silverstein|https://images.gr-assets.com/books/1174210942s/370493.jpg|30530] গল্পটা পড়ে বারবার সেই ট্রাজেডির কথা মনে পড়ে যাচ্ছে!
"সন্তান কে বড় করে তুলতে নিজের সব কিছু কখনওই এমনভাবে বিলিয়ে দেয়া উচিৎ না, যেন শেষ বয়সে সন্তান অনেক উপরে উঠে গেলে সেখান থেকে বাবা মা কে ছোট্ট বিন্দুর মত দেখে!"
নিজের সবটা বিলিয়ে দেয়া প্যারেন্টসদের শেষ বয়সের পরিণতি নির্মম একাকীত্ব। অনেক সময় মধ্যবিত্ত বাবা-মায়েরা সন্তানকে বড় করতে গিয়ে আর অন্যায় সাধ-আহলাদ মেটাতে গিয়ে নিজের সাধ্যকেও অতিক্রম করে যায়! এতে করে কজন সন্তান নিপাট ভালো মানুষ হয়ে বড় হলো সেটা একটা ট্র্যাজেডি।
[b: The Giving Tree|370493|The Giving Tree|Shel Silverstein|https://images.gr-assets.com/books/1174210942s/370493.jpg|30530] গল্পটা পড়ে বারবার সেই ট্রাজেডির কথা মনে পড়ে যাচ্ছে!