Take a photo of a barcode or cover
A review by boring_bengali
Cleopatra by H. Rider Haggard
3.0
প্রধান পুরোহিতের ছেলে সন্তান গল্পের নায়ক হারমাচিসের মা স্বপ্নে দেখলেন যে তার ছেলে একদিন মিশরের রাজা হবে।
হারমাচিসকে রাজা হিসেবে তৈরি করা শুরু হল।
হারমাচিসের মায়ের দেখা সব স্বপ্নই নাকি সত্যি হয়। কিন্তু এই স্বপ্ন কেনো সত্যি হল না বুঝতে পারলাম না।
এই ভিত্তিহীন স্বপ্নের পিছনে না ছুটলেই বরং হারমাচিসের জীবন টা সুন্দর হতো। ক্লিওপেট্রা বিদেশী শাসক হলেও তার শাসনে তেমন কোনো ত্রুটির কথা গল্পে উল্লেখ নেই যার কারণে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সবাই এত ব্যস্ত।
যাইহোক বইটি অনেক রোমাঞ্চকর ঘটনায় ভরপুর।
পড়ে মজা পাবেন।
হারমাচিসকে রাজা হিসেবে তৈরি করা শুরু হল।
হারমাচিসের মায়ের দেখা সব স্বপ্নই নাকি সত্যি হয়। কিন্তু এই স্বপ্ন কেনো সত্যি হল না বুঝতে পারলাম না।
এই ভিত্তিহীন স্বপ্নের পিছনে না ছুটলেই বরং হারমাচিসের জীবন টা সুন্দর হতো। ক্লিওপেট্রা বিদেশী শাসক হলেও তার শাসনে তেমন কোনো ত্রুটির কথা গল্পে উল্লেখ নেই যার কারণে তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য সবাই এত ব্যস্ত।
যাইহোক বইটি অনেক রোমাঞ্চকর ঘটনায় ভরপুর।
পড়ে মজা পাবেন।