Take a photo of a barcode or cover
sharika 's review for:
The Bad Beginning
by Lemony Snicket
আমি আজীবনই একটু ডিল্যুশনাল টাইপ রিডার। লেমনি স্নিকেট এই বইয়ের শুরুতে পরিষ্কার করে বলে দিয়েছেন এখানে কোনো হ্যাপি এন্ডিং নাই, তাই যারা হ্যাপি এন্ডিং ভালোবাসে এটা নামিয়ে রাখতে হাত থেকে। বই জুড়েও বারবার মনে করিয়ে দিয়েছেন ব্যাপারটা। এমন কি শেষের আগেও এসে বলেছেন। কিন্তু আমি এক্সপেক্ট করছিলাম আর করেই যাচ্ছিলাম ভালো কিছু। এটা লেখকের দোষ না, আমার দোষ। তার লেখা নিয়ে কোনো অভিযোগ নাই। খুবই সুন্দর আর আগ্রহ-জাগানিয়া লেখার ধরণ, কাহিনীর স্রোত যেদিকেই যাক পড়াটা প্রচণ্ড উপভোগ করেছি। আর একদম ছোট্ট বই, সর্বোচ্চ দেড়ঘণ্টা লাগবে পড়তে।
বেশ এডিক্টিং ছিল আমার জন্য এটা। এক্ষুণি দুই নাম্বার বইটা ধরে ফেলবো।
বেশ এডিক্টিং ছিল আমার জন্য এটা। এক্ষুণি দুই নাম্বার বইটা ধরে ফেলবো।