A review by sharika
আদর্শ হিন্দু হোটেল by Bibhutibhushan Bandyopadhyay

5.0

"আদর্শ হিন্দু হোটেল" একটি "আদর্শ" বই - তথা নিখুঁত বই। এই ধরণের উপন্যাস পড়লে নতুন করে মনে পড়ে কেন বাংলা ক্লাসিক উপন্যাসের পাগলাটে ভক্ত ছিলাম একসময়ে। এতো রকমের আবেগ দিয়ে হৃদয়ের কাছের কাহিনী তুলে ধরা তো যার-তার কম্মো নয়, কেবল পুরানোকালের লেখকদের হাতেই এই মাধুর্য ফুটে উঠা দেখেছি। বর্তমানকালের সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি লেখকদের অর্থহীন কোনো প্লট টেনে লম্বা করে বানানো উপন্যাস পড়তে পড়তে যখন হতাশ হয়ে পড়ি, তখন এসব পুরানো বই এক চিলতে শান্তির মতো মনটা স্নিগ্ধ করে দিয়ে যায়। তাদের কোনো জাঁকজমক সম্পন্ন পটভূমিরও দরকার হতো না, সাধারণ জীবনের অতি সাধারণ জিনিসকে নিজেদের দক্ষতায় কিভাবে যেন অসাধারণ করে ফেলতেন।

"আদর্শ হিন্দু হোটেল" আমার কাছে আজীবন স্মৃতিতে সযত্নে রেখে দেয়ার মতো একটি বই বলে মনে হয়েছে। হাজারি ঠাকুরের জন্য মনের গভীর থেকে অসম্ভব ভালোবাসা রইলো, বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল চরিত্রের একজন সে। বই পড়তে পড়তে তার হাতের রান্না খাবার জন্য মন যেন উচাটন হয়ে উঠছিলো, আহা - কি সুন্দর বর্ণনা! বিভূতিভূষণের লেখাকে যথাযথ সম্মান দেয়ার মতো দু'টো কথা বলার ভাষা আমার আসলে জানা নেই - তার ব্যাপারে যতো প্রশংসার বুলি উচ্চারণ করি তাও কম হয়ে যায়। ভীষণ প্রিয় একজন লেখক তিনি আমার। 

বইটা নিয়ে সারাজীবনই চমৎকার চমৎকার কথা শুনে এসেছি। আর নিজে পড়ার পর মনে হয়েছে আশার চেয়েও দশগুণ বেশি কিছু পেলাম।