A review by asdf_1234
The Thirty-Nine Steps by John Buchan

2.0

ঈদের দিন ফেসবুক এ ঘাটাঘাটি করতে করতে কি মনে করে হঠাৎ বইটার লিংক পেয়ে ডাউনলোড করে পড়া শুরু করলাম। তারপর শুধুই শক্ত করে দাঁত কামড়ে শব্দের পর শব্দ পড়ে যাওয়া। খুবই ছোট একটা বই। কিন্তু কেন যেন বই টা হাতে নেওয়ার পর থেকে টাইম ডাইলেশন শুরু হইল। শেয আর হয় না।
রিভিউ লিখতে একটু ও ইচ্ছা করতেছে না। মোদ্দা কথা রিভিউ আর কি লিখবো, কাহিনী এমনই বোরিং লাগছে যে ৫ মিনিট চেষ্টা করে ও লেখার মতো কিছু মনে করতে ব্যর্থ হইলাম। মস্তিষ্ক কে ধন্যবাদ, গল্প টা নিজে থেকেই আমূল ভুলে গিয়ে আমাকে রেহাই দেওয়ার জন্য।
হয়তোবা অনুবাদ টা অনেক সংক্ষিপ্ত আকারে করা হয়েছে এই কারনে ভাল লাগে নাই।