A review by sharika
সাতাশ এপ্রিল রাত বারোটা by Sumanto Aslam

3.0

বইটা প্রথমবার পড়েছিলাম স্কুলজীবনে। তখন এটাই ছিলো আমার কাছে "মারাত্মক" লেভেলের থ্রিলার। এখন এতোদিন পর, বিশেষত একজন পোড়খাওয়া থ্রিলারখোর হিসাবে - ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না তেমন। তবে সেই অনুযায়ী বেশ লাগলো। পাঁচ তারকা থেকে রেটিং তিন-এ নেমে এসেছে, তবে উপভোগ করেছি কাহিনী জানা থাকা সত্বেও। সবচেয়ে আনন্দময় ব্যাপার হচ্ছে নস্টালজিয়াটা - আগেকার বই পড়ার স্মৃতিগুলো মনে পড়ে যাওয়া।