A review by uroybd
The Marsh Arabs by Wilfred Thesiger

5.0

মেসোপটেমিয়ার জলাভূমিতে থাকে মার্শ আরবেরা। তাদের মহিষ, ঘাসজাতীয় উদ্ভিদের বিশদ ব্যবহার ইত্যাদি নিয়ে তারা থাকত বিভিন্ন শেখের প্রজা হিসেবে। থাকত বলছি কেননা থেসিগার সাহেব যে সময়টা ধরে রেখেছেন এই বইয়ে তা বহুদিন হলো গত। তো তাদের জীবনে আসলে বেশ সাদামাটাই ছিল। অথচ, প্রচণ্ড অতিথিপরায়ণ তারা। প্রতিশোধপরায়ণও। অর্থাৎ কিনা, আদিমতার রেশ তখনো কাটেনি। থেসিগার সেখানে মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন। যেখানেই গিয়েছেন, সমাদৃত হয়েছেন। খানিকটা ডাক্তারির (হাতুড়ে) জোরে, মূলত সবার সাথে মিশে থাকার গুণে। সেইসব কথাই খুব সাদামাটা, বলতে গেলে নির্মোহভাবে বলে ফেলেছেন। কোনো রাখঢাক নেই, কোনো এজেন্ডা নেই, যা দেখেছেন তাই বলেছেন।