A review by sharika
ঠাকুরবাড়ির আঙিনায় by Jasim Uddin

slow-paced

2.0

জসীমউদ্দিন এর কবিতা যতোটা ভালো লাগে গদ্য তেমনটা লাগলো না। তার সমস্ত কবিতাই আমাকে ভীষণভাবে মুগ্ধ করে, ভেবেছিলাম গদ্যের বেলাতেও তাই হবে। কিন্তু তার কবিতার চেয়ে গদ্য লেখার ধরণটা অনেক আলাদা মনে হলো, পড়ে মুগ্ধ হতে পারি নি সেভাবে। প্রায় একটানা পড়ে উঠেছি, কিন্তু ভালো লাগে নি।