You need to sign in or sign up before continuing.
Take a photo of a barcode or cover
sharika 's review for:
সোউ-ইচি বয়সের হিসাবে একটা ছোট বাচ্চাই বলা চলে, কিন্তু আচরণে খোদ শয়তানের ছোট ভাই। পরিবারের লোকজন থেকে শুরু করে সহপাঠী, আত্মীয়-স্বজন, এমন কি শিক্ষকরাও তার বিভিন্ন ধরণের প্র্যাংক থেকে রক্ষা পায় না। প্র্যাংকের বদলে বুলিয়িং শব্দটাও ব্যবহার করা যায়।
প্রথমদিকে খুব রাগ উঠছিলো পড়তে গিয়ে - পরে রিয়েলাইজ করলাম এই চরিত্রটাকে জুনজি ইতো তার অন্য ভিলেইনদের থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। সোউ-ইচি যেসব অপরাধ করে প্রায় সবগুলোই তার উপর ব্যাকফায়ার করে এবং গল্পের শেষে এসে সে নিজেই কোনো না কোনো বিপদে আটকে যায়। এটা বোঝার পর গল্পগুলো কম বিরক্তিকর এবং বেশ হাস্যরসাত্মকই হয়ে উঠেছিলো।
কাহিনী অ্যাজ অলওয়েজ ইউনিক, জুনজি ইতো স্পেশাল
প্রথমদিকে খুব রাগ উঠছিলো পড়তে গিয়ে - পরে রিয়েলাইজ করলাম এই চরিত্রটাকে জুনজি ইতো তার অন্য ভিলেইনদের থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। সোউ-ইচি যেসব অপরাধ করে প্রায় সবগুলোই তার উপর ব্যাকফায়ার করে এবং গল্পের শেষে এসে সে নিজেই কোনো না কোনো বিপদে আটকে যায়। এটা বোঝার পর গল্পগুলো কম বিরক্তিকর এবং বেশ হাস্যরসাত্মকই হয়ে উঠেছিলো।
কাহিনী অ্যাজ অলওয়েজ ইউনিক, জুনজি ইতো স্পেশাল