A review by sharika
কাছের মানুষ by Suchitra Bhattacharya

2.0

বইটা মোটামুটি অনেকদিন ধরে পড়ছি বলা চলে। বাংলা ক্লাসিক উপন্যাস আমার কাছে অত্যন্ত ভালোবাসার একটা জিনিস, সেজন্যই এখানেও হয়তো খুব বেশি কিছু আশা করেছিলাম। 

বইটা পড়তে গিয়ে মনে হলো একই জিনিস ঘুরে-ফিরে বারবার পড়ছি। সুচিত্রা ভট্টাচার্যের লেখার ধরণটা ভীষণ সুন্দর, মায়াময় - তা স্বীকার করতেই হয়। কিন্তু কাহিনীটা এতো গৎবাঁধা লাগলো কেন জানি না। পড়া শেষ করতে করতে ধৈর্যহারা হয়ে যাচ্ছিলাম বেশ, মাঝখানে দুই-একবার বাদ দিয়ে দেওয়ারও চিন্তা করেছি। কিন্তু এই বছর এখন পর্যন্ত যে ক'টা বই ধরেছি সবগুলো পড়া শেষ করেছি। সেজন্য কষ্টে-সৃষ্টে হলেও পড়ে ফেললাম। 

হতাশ হয়েছি, কিন্তু লেখিকার অন্য বই পড়ে দেখার ইচ্ছে রয়েছে এখনো।