You need to sign in or sign up before continuing.
Take a photo of a barcode or cover
alfaisalkanon 's review for:
The Rational Male
by Rollo Tomassi
বইটার ম্যাসেজের ব্যাপারে লিখব না মনস্থির করেছি, কারণ অল্প কথায় এটার মূলভাব কোনভাবেই বলা সম্ভব নয়, বললেও অনেকে ভুল বুঝবে। খুবই স্পর্শকাতর (তবে জানা প্রয়োজন) কিছু বিষয়ের অবতারণা করা হয়েছে । মূলত ছেলে ও মেয়েদের চিন্তাভাবনার অবিশ্বাস্য ফারাককে কেন্দ্র করে Evolutionary biology কীভাবে এখনো মানুষের কাজকর্মকে প্রভাবিত করছে তা নিয়েই এই বই। বইটা পড়তে গিয়ে ব্যক্তিগত কিছু বিশ্বাস প্রচন্ডভাবে ধাক্কা খেয়েছে, কিছু অপ্রিয় সত্যকে মেনে নিতে হয়েছে। মাঝে ১/২ দিন মনে হচ্ছিল মানসিকভাবে অসুস্থ হয়ে যাব, কিন্তু অন্যদের বিভিন্ন এক্সপেরিয়ান্সগুলোর ব্যাপারে জানার পর সত্যকে অস্বীকার করাটা কঠিন। আসলে কাউকে দোষ দিতেও চাই না, পৃথিবীর নিয়মের বাইরে গিয়ে তো পারব না। এত খারাপ লাগছিল একেকটা চ্যাপ্টারের কথাগুলো জেনে। পরে Reddit এ গিয়ে কিছু থ্রেডে গিয়ে অল্টারনেট দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করেছি। এটা সত্য যে, কোন ব্যাপারেই জেনারেলাইজেশন করে ফেলাটা ঠিক না, বইতে যেভাবে উপস্থাপন করা হয়েছে কিছু কিছু দিক একপেশে হয়ে গেছে। সচেতনভাবে না পড়লে পাঠকের মনে ভয়াবহ নারীবিদ্বেষ জন্মানোর সম্ভাবনা-ও রয়েছে। কিন্তু আসলে বইয়ের লেখাগুলোর পেছনের কারণটা চিন্তা করলে মনে হয়য়, তাদেরই বা কী দোষ, কিছু ব্যাপার বুঝবার চেষ্টা করছে এই তো। তবে, বইতে যমাধান হিসেবে যেসব কাজের কথা সাজেস্ট করা হয়েছে, মুসলিম হয়ে কীভাবে করা সম্ভব আমি জানি না। ভাবছিলাম, একজন মানুষকে যদি সারাক্ষণ এসব ভেবে ভেবে ক্যালকুলেশন করে কাজ করতে হয়, জীবনের মানেটা কী? তবু রক্ষা এই যে, আমাদের দেশে কিছুটা হলেও সামাজিক দায়বদ্ধতা/জবাবদিহিতা ও ধর্মীয় মূল্যবোধ আছে, এসবের চাপে হলেও কিছুটা ভারসাম্য আছে, আল্লাহ রক্ষা করুক। অনেকক্ষেত্রে মনে হয়য়, আমরা অনেক সব বুঝে গেছি, কিন্তু নানান অভিজ্ঞতা থেকে দেখা যায়, ধর্মের নিয়মগুলোই আল্টিমেটলি সমাজে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী।
এটা বলব না যে বইটার সব কথা ১০০% সত্য, তবে কিছু অপ্রিয় সত্যকেও আমাদের সামনে তুলে ধরবে। একটা কথা আছে না, প্রতিটা জিনিষের মধ্যেই শেখার মতো কিছু না কিছু আছে? বিশেষত প্রত্যেক ছেলেদের পড়া উচিত বলে মনে করি। কতটুকু গ্রহণ করবেন তা আপনাদের উপর, তবে সচেতনতাটা জরুরি।
এটা বলব না যে বইটার সব কথা ১০০% সত্য, তবে কিছু অপ্রিয় সত্যকেও আমাদের সামনে তুলে ধরবে। একটা কথা আছে না, প্রতিটা জিনিষের মধ্যেই শেখার মতো কিছু না কিছু আছে? বিশেষত প্রত্যেক ছেলেদের পড়া উচিত বলে মনে করি। কতটুকু গ্রহণ করবেন তা আপনাদের উপর, তবে সচেতনতাটা জরুরি।