A review by sharika
ইন্দুবালা ভাতের হোটেল by Kallol Lahiri

2.0

আমি যখন "ইন্দুবালা ভাতের হোটেল" পড়তে শুরু করি তখন মনে হচ্ছিলো গতো অনেকদিনের মধ্যে পড়া সেরা উপন্যাসগুলোর তালিকায় আরেকটা নতুন নাম পেতে চলেছি। কিন্তু বই যতোই এগোতে থাকলো, ভালো লাগা একই হারে কমতে থাকলো। শেষমেশ এসে মনে হলো এক তারকায় থমকে যাবো - কিন্তু আমি নিতান্তই উদার মানুষ বলে প্রথম দিকের ভালো লাগাটাকে সম্মান দিয়ে দুই তারকায় স্থির হলাম। এক বান্ধবীর সাথে একত্রে বইটা পড়ছিলাম - বলাই বাহুল্য কাহিনীর একঘেয়েমিতে অধৈর্য হয়ে বান্ধবী বইটা শেষও করতে পারে নি। আমি জেদ ধরে শেষ করে ফেললাম এবং ফলাফল হিসাবে কিছুই পেলাম না। 

সত্যি বলতে পুরোটা বইতে খাবারের বর্ণনা ছাড়া বলবার মতো কিছুই নেই। খুব আশা দিয়ে বইয়ের বিভিন্ন জায়গায় হাজারখানেক চরিত্রের "আপাতদৃষ্টিতে" আগ্রহ উদ্রেককারী ঘটনা শুরু করা হয়েছে যার কোনোটারই সঠিকভাবে সমাপ্তি টানা হয় নি। শুধু চরিত্রের ব্যাপারেই নয় এটা, যেকোনো ঘটনাই এখানে শুরু করে খাপছাড়াভাবে এগিয়ে হঠাৎ করে সুতো ছিঁড়ে দেওয়া হয়েছে - কোনোকিছুর সঠিক উপসংহার টানা হয় নি। কোনো এক চরিত্রের সাথে মনের একটু সংযোগ-সহানুভূতি আসার আগেই আরো দশজন চরিত্র হাজির। প্রধান চরিত্রকেই যেখানে ভীষণ দুর্বল লেগেছে, সেখানে আসলে অন্যদেরকে নিয়ে কথা বলাও বৃথা। 

খাবারের বর্ণনাও অতি চমৎকার কিছু লাগে নি আমার কাছে। শুরুর দিকটায় ভালো লাগছিলো বিস্তারিত বর্ণনাগুলো৷ কিন্তু এরপর প্রতি পাতায় পাঁচ-সাতটা করে খাবারের নাম লেখা আসলে খাবারের বর্ণনার মধ্যে পড়ে না। কেবল যদি হাজারখানেক চরিত্র আর শ'পাঁচেক খাবারের নাম পড়ে খুশি হতে পারেন, তবে এই বই আহামরি লাগবে - নয়তো নয়।