A review by schoolboy
পথের পাঁচালী by Bibhutibhushan Bandyopadhyay

4.0

অনেক অনেক কাল আগের ইচ্ছা পূরণ! 'পথের পাঁচালী'... এ এক পথের গল্প। বিন্দুমাত্র হতাশ করেনাই। নিশ্চিন্দিপুর গ্রামের আলোবাতাসের কোমলতা, মাটির সোঁদা গন্ধ, পাশের বাঁশবনের আশ্রয়ময় ডাক, পোড়োভিটার মিষ্টি লেবুফুলের গন্ধ, ঝোপে ঝোপে নাটকাঁটা, আর বনকলমির ফুল, পিছনের ঘন বনে জগডুমুর গাছে লক্ষ্মীপ্যাঁচার কলরব পিছনে ফেলে এগিয়ে যাওয়া, ভাগ্যের খোঁজে। দূর্গার বড় বড় চোখের ভালোবাসায় সে সব যেন মিশে থাকে। সর্বজয়ার স্বপ্ন দেখা থামেনা। থামেনা অপুরও...

সেই যে, আমরা বড্ড স্বপ্ন দেখতে ভালোবাসিরে খোকা...