You need to sign in or sign up before continuing.

hopeful inspiring lighthearted reflective relaxing medium-paced

can 5/5

Read this book with my 8 yo son. Beautiful educational story. I wish in our country we also had a school like tottochan's new school!

A short extract from this book was part of our school curriculum. Totto-chan has always had a special place in my heart. A must read for those who believe that one grows best in a vibrant and free atmosphere.

one of my childhood faves… this book will always have a special place in my heart

Salah satu buku yang disodorkan ke depan hidung saya dan saya terima dengan senang hati. Buku ini saya pinjam waktu saya kelas 1 SMA dari teman sebangku saya. Karena dia tahu saya kutu buku (gratisan), makanya dia ngotot menyuruh saya membaca buku ini, katanya sistem pendidikannya bagus.

Dan baru kali itu saya setuju sepenuhnya sama omongan teman saya itu--sebelumnya kami selalu seperti kucing dan anjing (saya kucingnya) untuk masalah pendapat. Hal yang paling pertama membuat saya kagum adalah sistem pendidikan yang diterapkan di sekolah Totto-chan, dengan kereta sebagai gedung sekolah, pelajaran yang boleh memilih sesuka hati, kelas yang menyenangkan, dll. Hal-hal semacam ini jelas takkan pernah terjadi di Indonesia.

Lalu saya makin menelusuri kisah ini dan menemukan banyak perenungan hidup di dalamnya. Seperti kebanyakan cerita bergenre anak-anak, kalimat-kalimat perenungan biasanya dikeluarkan oleh anak-anak (mungkin karena itu setiap kisah anak-anak selalu saya beri nilai sempurna). Dan Totto-chan ini telah memberi saya banyak perenungan yang bermakna.

এই বইটা আমি বেশ কিছুদিন যাবত বাতিঘরে দেখে আসছিলাম। বেশ কয়েকবার হাতে নিয়ে আবার রেখেও এসেছি। কিন্তু শেষমেশ বইটা যখন আমার হাতে এলো, আমি প্রায় এক বসায় শেষ করে ফেলেছি। কী ভীষণ মিষ্টি গল্প।

গল্পের শুরু হয় যখন ছোট্ট তোত্তোচানকে তার স্কুল থেকে বহিষ্কার করা হয় এবং তার মা তাকে নিয়ে তোমোয়ো স্কুলে ভর্তি করে দেয়। এই নতুন স্কুলটা ছিল ভারি মজার। সেখানে ক্লাসরুম পরিত্যাক্ত রেলগাড়ির কামড়া। আর সেখানে ক্লাস শুরু হত যার যার পছন্দমত বিষয় দিয়ে। আর মজার ব্যাপার হল এই সবই ছিল সত্যি।

তোত্তোচান কিন্তু সত্যিই কোন গল্পের কাহিনী না। এটা হচ্ছে যাকে বলে আত্মকথা। এবং এমন মজার স্কুলে আমি কেন পড়তে পারলাম না তাই চিন্তা করে বেশ আপসোস হচ্ছিল বৈকি।

তোত্তোচান মূলত তেৎসুকো কুরোয়ানাগির ছেলেবেলার স্কুল- তোমোয়ো স্কুল নিয়ে লেখা। এমন এটির মূল ভাষা জাপানি। ধীরে ধীরে এই বইটা আরও অনেক ভাষাতেই অনূদিত হয়েছে; যার মধ্যে বাংলাতেই দু’বার। একটি মৌসুমি ভৌমিকের অনুবাদ, অন্যটি চৈতি রহমানের। আমার বইটা চৈতি রহমানের অনুবাদ করা।

তোত্তোচান বইটা নিয়ে কথা বললে আসলে ফুরোবে না। কারণ এর বিষয়বস্তু এতটাই মজার যে পড়তে পড়তে মনে হবে সত্যি-ই কী এমন হয় কখনো? আর এটা এমন একটা বই যেটা সবার পড়া উচিত- সব্বার; বিশেষ করে বাবা-মায়েদের এবং শিক্ষকদের। কারণ একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয়, তখন সে থাকে একতাল কাদামাটির মত। এবং একটি শিশুকে সঠিকভাবে একজন ভালো মানুষ করে তোলা প্রচণ্ড কষ্টের একটা কাজ। আমরা বাচ্চাদের সামনে অনেকসময় এমনকিছু করে ফেলি কিংবা বলে ফেলি যেটা আমরা মনে করি বাচ্চাটা বুঝতে পারছে না। কিন্ত এক্তি ছোট্ট ঘটনা কীভাবে একটা শিশুর মনের উপর প্রভাব ফেলবে আমরা কিন্তু বলতে পারি না। শেষমেশ দেখা যাবে আমাদের অজানা কোন ভুলের মাশুল দিতে হচ্ছে ওই শিশুকে বড় হয়ে। আর এই সবকিছুই গল্পচ্ছলে লেখা আছে এই বইটায়।

আমার হাতের বইটা দ্যু প্রকাশনীর। আশা করছি সবাই এই বইটা পড়বেন এবং সম্ভব হলে আপনার বাবা-মা-শিক্ষক এবং অবশ্যই নতুন যারা বাবা-মা হতে চলেছেন তাদের পড়তে উৎসাহিত করবেন।

kckl44's review

5.0

"Having eyes, but not seeing beauty; having ears, but not hearing music; having minds, but not perceiving truth; having hearts that are never moved and therefore never set on fire. These are the things to fear, said the headmaster."

4.25/5 stars
emotional funny hopeful informative inspiring lighthearted sad medium-paced